প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:২৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজার সংলগ্ন রবিউল লালের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু ইব্রাহীম (৪) ও নাদিম হোসেন (৩) সম্পর্কে জেটাতো ও চাচাতো ভাই। তারা দুজনেই বাড়ির উঠানে খেলছিল।
স্থানীয়রা জানায়, সকালে পরিবারের নারী সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু দুটি উঠানে খেলতে খেলতে সবার অগোচরে পুকুরের দিকে যায়। কিছুক্ষণ পর তারা আর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান না পেয়ে পাশের পুকুরে জাল ফেলা হয়।
পুকুরে জাল ফেলতেই একপর্যায়ে জালে আটকা পড়ে দুই শিশুর নিথর দেহ। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু দুটি মারা যাওয়ায় পরিবারে শোকের মাতম ও এলাকাজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হৃদরোগ কনসালটেন্ট ডা. মো. সাহাদাত হোসেন সাগর জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল। স্বজনদের ভাষ্যমতে, পুকুরে ডুবে তাদের প্রাণহানি ঘটে।
এদিকে, ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানার জন্য নিহতদের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের মতে, বাড়ির আশপাশে খোলা পুকুরগুলোতে কোনো নিরাপত্তা বেষ্টনি না থাকায় শিশুদের জন্য তা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সচেতনতা ও অভিভাবকদের সতর্কতা ছাড়া এ ধরনের ঘটনা প্রতিরোধ করা কঠিন।
শিশুদের এমন করুণ মৃত্যুতে এলাকাবাসী আবেগাপ্লুত হয়ে পড়েছে। দুই পরিবারেই চলছে শোকের মাতম। এলাকাবাসী শিশুদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও সহানুভূতি প্রকাশ করেছেন।