প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৭:৩
কুড়িগ্রামের উলিপুরে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। রোববার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক সংগঠন লাইট হাউস আয়োজিত এই প্রশিক্ষণে কুড়িগ্রামের উলিপুর, চিলমারী ও রাজারহাট উপজেলার ৪৭ জন সাংবাদিক অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। সভাপতিত্ব করেন উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমী। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগকালীন সময়ে সংবাদ পরিবেশনে লিঙ্গ সংবেদনশীলতা একটি গুরুত্বপূর্ণ দিক, যা উপেক্ষিত থাকলে তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অনলাইনের মাধ্যমে বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম ও জেন্ডার উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উপজেলা কো-অর্ডিনেটর মো. রিপন আলী, উলিপুর উপজেলা কো-অর্ডিনেটর রোকেয়া খাতুন ও ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট জেনেফার জান্নাত।
লাইট হাউস সম্পর্কে জানানো হয়, এটি ১৯৮৮ সাল থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ভূমিহীন, তৃতীয় লিঙ্গ, পথ শিশু ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষদের নিয়ে নানা কার্যক্রম পরিচালনা করছে। কুড়িগ্রাম জেলার পাঁচটি উপজেলায় বর্তমানে এই সংস্থার বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।
প্রশিক্ষণে বিভিন্ন সেশনে দুর্যোগকালীন রিপোর্টিং, তথ্য যাচাই, লিঙ্গভিত্তিক সহিংসতা ও রিপোর্টিং নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক আজ কালকের খবরের সিনিয়র রিপোর্টার ও লাইট হাউসের ফোকাল পার্সন জাকির হোসেন।
আয়োজকরা বলেন, এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও দক্ষ করে তুলবে এবং দুর্যোগকালীন সময়ে সংবেদনশীল, তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে সহায়তা করবে। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ শেষে এ ধরণের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কর্মশালার প্রত্যাশা জানান।