বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের পদ ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মো. ফয়জুল করীম। শনিবার সকালে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বরিশালের জনগণ ২০২৩ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছিল। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন অবৈধভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে জনগণের রায়কে উপেক্ষা করে।
তিনি অভিযোগ করেন, নির্বাচন চলাকালীন কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, জাল ভোটসহ নানাবিধ অনিয়ম করে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে জোরপূর্বক মেয়র হিসেবে বসানো হয়। এই ভোট চুরির মাধ্যমে সরকার গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হেনেছে বলে তিনি দাবি করেন। তার ভাষায়, এ ধরনের ফ্যাসিস্ট কর্মকান্ড জনগণ কখনো মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না।
মুফতি ফয়জুল করীম বলেন, ঢাকা ও চট্টগ্রামে যখন আদালতের মাধ্যমে বৈধ প্রার্থীরা মেয়রের পদ ফিরে পেতে পারে, তখন বরিশালেই বা কেন নয়? দেশের আইন কি সকলের জন্য সমান নয়? তিনি আরও জানান, বরিশাল সিটি নির্বাচনের বিষয়ে আদালতে মামলার প্রক্রিয়া চলছে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন, আদালত সঠিক রায় প্রদান করে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করবে।
তিনি বলেন, অবৈধ মেয়র পলায়নের পর বরিশালের জনগণ স্বস্তির নিঃশ্বাস নিয়েছে। এখন সময় এসেছে প্রকৃত বিজয়ীকে তার ন্যায্য সম্মান ফিরিয়ে দেওয়ার। মুফতি ফয়জুল করীম এ সময় সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা আদালতের রায়ে হস্তক্ষেপ না করে এবং জনগণের ম্যান্ডেটকে সম্মান করে। সংবাদ সম্মেলনে বরিশালের আদালতের মামলার নিয়মতান্ত্রিক সমাধানের আশাবাদ ব্যক্ত করে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।