আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রাজশাহী, রংপুর ও সিলেটসহ দেশের ৯টি অঞ্চলে বজ্রসহ ঝড় বয়ে যেতে পারে। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
রোববার সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করেন। তিনি বলেন, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া আসতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড়ের আভাস পাওয়ায় সংশ্লিষ্ট অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চল অন্তর্ভুক্ত।
গত শুক্রবার ফেনীতে ৫৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা ছিল দেশের সর্বোচ্চ। চট্টগ্রামের সন্দ্বীপে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়। অন্যদিকে, রাজশাহীর বাঘাবাড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ অবস্থায় নদী ও সমুদ্রবন্দরগুলোর পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সময় উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও টিনের ছাউনির নিচে না থাকার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। ফেরি ও নৌযান চলাচলের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে।
আবহাওয়ার এই অস্থিরতা কতদিন চলবে, তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র বৃষ্টি হতে পারে।