প্রকাশ: ৪ মে ২০২৫, ১০:৪৪
রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সবাই মানিকগঞ্জ জেলার রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং প্রভাবশালী নেতার অনুসারী হিসেবে পরিচিত।
শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ গুলশানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাসায় অভিযান চালায়। অভিযানের সময় ওই পাঁচ নেতাকে আটক করা হলেও পরদিন শনিবার রাত ৮টার দিকে থানায় হাজির করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের মো. উজ্জল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা, জেলা যুবলীগ কর্মী মীর সাইফুল্লাহ শাফি এবং ছাত্রলীগ নেতা আবিদ হাসান ও মো. হৃদয় হোসেন।
তাদের বয়স ২৪ থেকে ৩৮ বছরের মধ্যে। এই পাঁচজনই সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ফুফাতো ভাই মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেনের অনুসারী বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগুন লাগানোর একটি মামলার তদন্তের অংশ হিসেবেই অভিযান চালানো হয়। মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় দায়ের করা মামলায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ শনিবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন, আবার কেউ অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার দাবি করছেন।
এদিকে মামলার তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।