প্রকাশ: ৩ মে ২০২৫, ২০:৯
নওগাঁর সাহিত্যপ্রেমীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করল "পুষ্প কেতন" নামক একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা। শুক্রবার রাতে শহরের মুক্তির মোড়ের সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় পার্কভিউ রেস্টুরেন্টের হলরুমে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির লোগো উন্মোচন ও "নওগাঁ পুষ্প কেতন সাহিত্য সংঘ"-এর কমিটি গঠন করা হয়।