রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে আগুন লেগেছে। শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে টাওয়ারটির টপ ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, আগুন লাগার খবর পাওয়ার মাত্র ৭ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও বলেন, বর্তমানে মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। টাওয়ারটির উচ্চতা ও ভেতরের কাঠামো বিবেচনায় ফায়ার সার্ভিসের সদস্যরা ধাপে ধাপে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো ভবন চেক না করা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে আগুন লাগার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু লোক নিরাপদ স্থানে সরে যান।