রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ ২০২৪ সালের জন্য বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ ‘আইজিপি ব্যাজ’ অর্জন করেছেন। দৃষ্টান্তমূলক সেবা ও পেশাদারিত্বের জন্য তাকে এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। গত ১ মে, বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই ব্যাজ তার হাতে তুলে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বিপিএম।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ বাহিনীতে যারা সৎ, নিষ্ঠাবান ও পেশাগত উৎকর্ষে অবদান রাখেন, তাদের মধ্যে থেকে প্রতি বছর আইজিপি ব্যাজের জন্য বাছাই করা হয়। এবারের তালিকায় উত্তম কুমার ঘোষ নিজের কর্মনিষ্ঠা, মানবিক দৃষ্টিভঙ্গি ও অপরাধ দমন কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে স্বীকৃতি লাভ করেন।
ব্যক্তিগত প্রতিক্রিয়ায় উত্তম কুমার ঘোষ জানান, এই সম্মাননা পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। তিনি বলেন, এমন একটি অর্জন আমার জন্য শুধু ব্যক্তিগত গৌরব নয়, গোয়ালন্দ ঘাট থানার জন্যও সম্মানের। এ সময় তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি কৃতজ্ঞতা জানান মাননীয় আইজিপি মহোদয়, রাজবাড়ীর পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর প্রতি, যাদের সার্বিক সহায়তায় তিনি পেশাগত দায়িত্ব পালন করতে পেরেছেন বলে জানান।
স্থানীয়দের মতে, উত্তম কুমার ঘোষ একজন সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে ইতিমধ্যেই এলাকায় পরিচিত। তার মানবিক আচরণ এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের দক্ষতা জনগণের আস্থা অর্জনে ভূমিকা রেখেছে।
আইজিপি ব্যাজ প্রাপ্তির মধ্য দিয়ে পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা করছেন, ভবিষ্যতেও উত্তম ঘোষের মতো কর্মকর্তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অব্যাহতভাবে কাজ করে যাবেন।
বাংলাদেশ পুলিশের এই সম্মাননাকে গোয়ালন্দ ঘাট থানার সদস্যরা উদ্দীপনার সঙ্গে গ্রহণ করেছেন এবং এটিকে প্রেরণা হিসেবে নিয়ে আরও ভালো কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।