প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৯:১৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন যুবকের লাশ নিয়ে রহস্যের জট খুলতে শুরু করেছে। লাশটি নিখোঁজ জিহাদ সরদারের বলে দাবি করেছে তার পরিবার। ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত হওয়ার পরপরই গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন জিহাদের বাবা শহিদ সরদার। মামলায় স্থানীয় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। ইতিমধ্যে প্রধান অভিযুক্ত সুমানা পারভীন সেতু ও অপর আসামি সোহাগ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।