প্রকাশ: ৩ মে ২০২৫, ১৯:৫৫
জামালপুরে বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বলেছেন, একটি ভঙ্গুর অবস্থা থেকে দেশকে নিরাপদ পথে ফিরিয়ে এনেছে অন্তর্ভুক্তিকালীন সরকার। শনিবার দুপুরে মেলান্দহ উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সচিব সাইফুল্লাহ পান্না বলেন, একটি দল ক্ষমতায় থাকতে ঋণের বোঝা বাড়িয়েছিল। তারা ৮০০ মিলিয়ন ডলারের ঋণ রেখে গিয়েছিল যা পরিশোধ করেনি। বর্তমান অন্তর্ভুক্তিকালীন সরকার সেই ঋণ পুরোপুরি পরিশোধ করেছে এবং এখন আর কারো কাছে রাষ্ট্রের কোনো দেনা নেই। এতে দেশের আর্থিক শৃঙ্খলা ও আন্তর্জাতিক ভাবমূর্তির উন্নতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, যারা আজ নৌকার বাইরে দাঁড়িয়ে শুধু সমালোচনা করছেন, তারা সে সময় দেশের নেতৃত্বে থাকতে পারেননি বলেই নৌকার সফলতা দেখতে পাচ্ছেন না। তারা ভেবেছিল এই সরকার ব্যর্থ হবে, কিন্তু বাস্তবে এই সরকার দেশের জন্য সুফল এনেছে। দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তার প্রমাণ বহন করছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, সাবেক সচিব এ কে এম এহসানুল হক, বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. অনুপম সাহা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সহায়তায় এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মেলান্দহ-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস নিয়মিত চলাচল করবে। এতে স্থানীয় জনগণের যাতায়াতে নতুন মাত্রা যুক্ত হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত ও আধুনিক পরিবহন ব্যবস্থা একটি দেশের সার্বিক উন্নয়নের প্রতীক। জামালপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই সার্ভিস চালু করা। এখন থেকে তারা কম খরচে এবং স্বাচ্ছন্দ্যে রাজধানী পর্যন্ত যাতায়াত করতে পারবেন।
এ উপলক্ষে স্থানীয় বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানান। তারা মনে করেন, এই ধরনের প্রকল্প শুধু সুবিধা নয়, বরং সরকারের প্রতি জনগণের আস্থা বাড়াতেও সহায়ক হবে।