প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০:৫৭
গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কলোনির ৮টি কক্ষ পুড়ে ছাঁই হয়ে গেছে। বুধবার সকালে উপজেলার বক্তাপুর এলাকায় মঈনুল ইসলামের কলোনিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে কলোনির একটি কক্ষ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।মূহুর্তেই আগুন পার্শ্ববতি কক্ষে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ঘন্টা প্রানান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ ৮টি কক্ষ সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে তাৎক্ষণিক শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম তাল্লুকদার জানিয়েছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,মালামালসহ কলোনির ৮টি কক্ষ সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি।