
প্রকাশ: ১২ মে ২০২৫, ২১:২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ত্রিপুরা থেকে আসা খরস্রোতা ধলাই নদীর ভাঙন ও প্রতিবছরের বন্যা যেন নদীপাড়ের মানুষের জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বর্ষা মৌসুমেই পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পেয়ে ভাঙনে তছনছ করে দেয় মানুষের ভিটেমাটি ও ফসলি জমি। গত বছর কয়েক দফা বন্যায় নদীর প্রতিরক্ষা বাঁধের অন্তত ১৩টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়ে।
