https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ঢাকায় তীব্র ঝড়, বিভিন্ন জেলায় হচ্ছে কালবৈশাখী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ০:১৪

শেয়ার করুনঃ
ঢাকায় তীব্র ঝড়, বিভিন্ন জেলায় হচ্ছে কালবৈশাখী

ঢাকায় ঝড় শুরু হয়েছে। থেমে থেমে তীব্র গতিতে বাতাস বইছে। ঝড়ের পাশাপাশি বৃষ্টিও হচ্ছে। বুধবার (২৮ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে এই ঝড় শুরু হয়।রাত ৯টার দিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বিকেল থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর জেলায় কালবৈশাখী ঝড়বৃষ্টি হচ্ছে। রাতে রংপুর, গাইবান্ধা জেলায় কালবৈশাখী হয়েছে।এছাড়াও রাতে সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর জেলায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে বুধবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল এবং দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

#ইনিউজ৭১/জিহাদ/২০২১

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

শুল্ক বৃদ্ধির প্রভাব রপ্তানিতে পড়বে না-অর্থ উপদেষ্টা

শুল্ক বৃদ্ধির প্রভাব রপ্তানিতে পড়বে না-অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (৬ এপ্রিল) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "আমরা নিশ্চিত যে, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির প্রভাব রপ্তানি খাতের উপর তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।" তিনি আরো জানান, বাণিজ্য ঘাটতি

বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আহ্বান-প্রধান উপদেষ্টা

বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আহ্বান-প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশটি এই উদ্যোগে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে। সম্প্রতি চীনের গণমাধ্যম সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও জানান, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা উচিত, বিশেষ করে চীনা বিনিয়োগ এবং শিল্প কারখানাগুলোর স্থানান্তরের বিষয়ে।

রাশিয়া-ক্রোয়েশিয়া সফরে সেনাবাহিনী প্রধান

রাশিয়া-ক্রোয়েশিয়া সফরে সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে রাশিয়া গেছেন। আন্তর্জাতিক সম্পর্ক জোরদার ও সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই তার এই সফর বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রোববার (৬ এপ্রিল) সেনাপ্রধান ঢাকা ত্যাগ করেন। সফরের অংশ হিসেবে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।   জানা গেছে, রাশিয়া সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা ও সমরাস্ত্র তৈরির

মার্কিন শুল্ক বৃদ্ধিতে বাংলাদেশের জরুরি পদক্ষেপ নিয়ে বৈঠকে-প্রধান উপদেষ্টা

মার্কিন শুল্ক বৃদ্ধিতে বাংলাদেশের জরুরি পদক্ষেপ নিয়ে বৈঠকে-প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় দেশের রপ্তানি খাতে নতুন চাপ সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে নেওয়া হলেও বর্তমানে তা কার্যকর হওয়ায় বাংলাদেশের অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা চিন্তিত।   এই সংকট মোকাবিলায় শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে সরকারের শীর্ষস্থানীয় উপদেষ্টা, অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং

বাংলাদেশের রপ্তানি বাড়াতে নতুন পদক্ষেপ নেবে সরকার: শফিকুল আলম

বাংলাদেশের রপ্তানি বাড়াতে নতুন পদক্ষেপ নেবে সরকার: শফিকুল আলম

বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম শনিবার (৫ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, “আমরা এমন কিছু পদক্ষেপ নিব, যার ফলে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পাবে। বিশেষত, যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিমাণ বর্তমানের তুলনায় আরও বাড়বে।” তিনি আশ্বস্ত করেন, যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশের রপ্তানি কখনও কমবে না, বরং তা আরও বাড়বে। এদিন শফিকুল আলম যুক্তরাষ্ট্রের ঘোষণা করা নতুন শুল্কহার নিয়ে