প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:৫২
আসিয়ান (ASEAN) জোটে পূর্ণ সদস্যপদ লাভের লক্ষ্যে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আসিয়ানের অংশ হতে চায় এবং সেই লক্ষ্যে মালয়েশিয়ার সমর্থন অত্যন্ত জরুরি। উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল সংলাপ অংশীদার হওয়ার জন্য আবেদন করেছিল।
বর্তমানে আসিয়ানের সভাপতির দায়িত্বে রয়েছে মালয়েশিয়া। এই প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, মালয়েশিয়া বাংলাদেশকে সেক্টরাল সংলাপ অংশীদার হিসেবে মেনে নিতে সক্রিয় ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে বাংলাদেশকে আসিয়ানের পূর্ণ সদস্য করার পথ সুগম করবে।
বৈঠকে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুলে সাম্প্রতিক যুদ্ধবিমান দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। এই দুর্ঘটনায় আমরা বহু মূল্যবান জীবন হারিয়েছি।
এ সময় প্রধান উপদেষ্টা নুরুল ইজ্জাহকে তার নতুন দায়িত্বে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজনৈতিক দল পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি হওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন।
প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন এবং অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম সম্পর্কেও আলোচনায় তুলে ধরেন। তিনি বলেন, আমরা একটি বড় সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছি। আমাদের ছাত্রসমাজ বুক পেতে ফ্যাসিবাদী হাসিনার শাসনের বিরুদ্ধে লড়েছে এবং বিজয় অর্জন করেছে।
তিনি আরও বলেন, এই আন্দোলন ছিল সম্পূর্ণ যুব নেতৃত্বাধীন। জুলাই বিপ্লবের চেতনা ছড়িয়ে পড়েছিল রাস্তায় রাস্তায়, দেয়ালে দেয়ালে। তবে পরবর্তীতে এই আন্দোলনে সকল শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়েছিল।
বৈঠকে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান। তিনি বলেন, এশিয়া আজ দ্রুত বর্ধনশীল অঞ্চল। বাংলাদেশে বিপুল তরুণ জনশক্তি রয়েছে, যার অর্ধেকই ২৭ বছরের কম বয়সী। এখানে শিল্প গড়ে তুলুন, বাংলাদেশ থেকে রপ্তানি করুন, এতে উভয় দেশের অর্থনীতি উপকৃত হবে।
এই সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।