নওগাঁর ধান ক্ষেতে এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০২৪ ০৯:১২ অপরাহ্ন
নওগাঁর ধান ক্ষেতে এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার


নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলার মুশরইল গ্রামে একটি ধান ক্ষেতের গর্ত থেকে উদ্ধার করা হয়েছে ১৭ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমানের অর্ধগলিত মরদেহ। স্থানীয়রা বুধবার বিকেলে ধান ক্ষেতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড় ও নাড়ি-ভুড়ি দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে নিহতের পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন।  


মো. মোস্তাফিজুর রহমান মুশরইল গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে এবং মধইল বি এল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। নিহতের খালু মো. মহব্বত জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে মসজিদে যান মোস্তাফিজুর। তবে নামাজ শেষে তিনি বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি, যা পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এক সপ্তাহ পর, স্থানীয়রা ধান ক্ষেতের মধ্যে হাড় ও নাড়ি-ভুড়ি দেখতে পেয়ে পুলিশকে জানায়।  


পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং উদ্ধার করা হাড় ও গোরগুলোর ডিএনএ টেস্টের মাধ্যমে মৃত্যুর কারণ এবং নিহতের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। তবে নিহতের পরিবার দাবি করছে যে, মরদেহটি মোস্তাফিজুরেরই। এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। 


এ ঘটনাটি স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং অনেকেই হত্যাকাণ্ডের আশঙ্কা করছেন। পুলিশ এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে ঘটনাটি পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছে। 


**মো. আবু মুছা স্বপন**  

নওগাঁ প্রতিনিধি