আশাশুনিতে চিংড়ী চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: সোমবার ২০শে সেপ্টেম্বর ২০২১ ০৪:৪১ অপরাহ্ন
আশাশুনিতে চিংড়ী চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

আশাশুনিতে সমবায়ীদের নিয়ে আাইজিএ (আধুনিক পদ্ধতিতে চিংড়ীচাষ) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 


জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান। উপজেলা সমবায় অফিসার করিমুল হকের সভাপতিত্বে ও জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারি পরিদর্শক রমেন্দু বাছাড়, অফিস সহকারি তানভীর হোসেন প্রমূখ।


 ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ দিনের এ প্রশিক্ষণ আগামী ২ সেপ্টেম্বর শেষ হবে।