বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, শরীয়তপুর ও মাদারীপুর প্রকল্পের আওতায় কৃষক,কৃষাণীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। হিজলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ সভাকক্ষে, হিজলা উপজেলার ছয়টি ইউনিয়নের ত্রিশ জন কৃষক, কৃষাণী দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তাওফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হৃদয়েশ্বর দত্ত, মনিটরিং অফিসার ( আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প ) কৃষিবিদ তাজুল ইসলাম।
প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন হিজলা উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি। এসময় আরো উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা কৃষি অফিসার রিয়াজুল আলম। কৃষি উপ সহকারী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম , প্রণব কুমার বর্ণিক সহ কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।