টাঙ্গাইলের ভূঞাপুরে খরিপ-২/২০২০-২১ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই, পাটের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ২৭৬ জন কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ২৫৬ জন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএসপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ ছাড়া ২০ জন কৃষককে ৫ কেজি পাটের বীজ, ১০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমপিও সার ও প্রত্যেককে নগদ ২ হাজার ৬৩০ টাকা করে বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ভূঞাপুর-গোপালপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, কৃষি সম্পসারণ অফিসার রাশেদুল হাসান, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।