বর্তমানে টমেটোর বাজার দর ৬০ থেকে ৭০ টাকা কেজি হলেও মেহেরপুরের চাষিরা পাচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। প্রথম দিকে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি করলেও শেষ সময়ে আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ চাষিরা।
সব ধরনের শাক-সবজি উৎপাদনে সক্ষম মেহেরপুর জেলা জুড়ে ব্যাপক ভাবে চাষ করা হয়েছে টমেটোর। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে মেহেরপুরের টমেটো। রাজধানীর বাজারসহ দেশের বিভিন্ন বাজারে টমেটোর চড়া দাম থাকলেও আশানুরূপ দাম পাচ্ছেনা চাষিরা।
গাংনী উপজেলার সাহেবনগর মাঠের টমেটো চাষি মোঃ আক্তার হোসেন ই-নিউজ৭১'কে বলেন, বাজার দর ৭০ টাকা পর্যন্ত হলেও জমিতে থেকে আমরা বিক্রি করছি অর্ধেকের চেয়েও কম দামে। দামটা বিক্রির সময় একটু বেশি হলে লাভাংশ বেশি হতো।
একই জায়গার আরেকজন টমেটো চাষি ইদ্রিস আলী বলেন, প্রথম দিকে সমান সমান দাম পেলেও শেষ পর্যায়ে অর্ধেকেও কম দাম পাচ্ছি আমরা।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ ই-নিউজ৭১'কে জানান, জেলায় এবার টমেটো চাষ ব্যাপক হয়েছে অন্যান্য বছরের তুলনায়। এবং টমেটোর ফলনও ভালো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।