ধামইরহাটে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপন কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২৬শে জুলাই ২০২৩ ০৬:৩৯ অপরাহ্ন
ধামইরহাটে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপন কার্যক্রম উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপন কাজের উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই বিকেল ৪ টায় সেননগর মাঠে উফসী রোপা আমন ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপন কাজের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ। 



কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, জেলা প্রশাসন নওগাঁর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলয় রহমান, ধামইরহাট সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার,  স্বাগত বক্তা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ অফিসার ও অনুষ্ঠানের সঞ্চালক কৃর্ষিবিদ মো. আসাদুজ্জামান আসাদ,  ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বী, মাসুদ রানা প্রমুখ।