কলাপাড়ায় সরকারী খালের লীজ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ১২ই ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৫৪ অপরাহ্ন
কলাপাড়ায় সরকারী খালের লীজ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি কাজের সুবিধার্থে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সরকারী খালের সব ধরণের লীজ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নীলগঞ্জ ইউনিয়নের কৃষকরা। আজ রবিবার সকাল ১০টায় নীলগঞ্জ ইউনিয়নের কৃষকদের আয়োজনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


কৃষকদের দাবি, জীবন জীবিকার জন্য চাষাবাদ করা বোরো ধান ও সবজির ক্ষেত রক্ষায় পাখিমারা খালের সব ধরণের লীজ বাতিল করা সহ খাল কৃষকের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়ার। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ৫নং নীলগঞ্জ ইউনিয়ন আদর্শ কৃষক সমিতি’র সভাপতি  জাকির গাজী, সাংগঠনিক সম্পাদক সুলতান গাজী, আইপিএম সভাপতি আলাউদ্দিন শিকদার প্রমূখ। 


কৃষকরা বলেন, পাখিমারা খালসহ নীলগঞ্জ ইউনিয়নের সকল খালের লীজ বাতিল করে কৃষি কাজের সুবিধার্থে সরকারী খাল কৃষকের নিয়ন্ত্রণে দিয়ে কৃষি কাজে সহযোগিতা করতে হবে। কেননা এই নীলগঞ্জ ইউনিয়নের কৃষি দিয়ে উপজেলার কৃষি চাহিদা মিটিয়ে পাশ্ববর্তী জেলার বিভিন্ন সবজির চাহিদা মেটানো হয়। খালের লীজ বাতিল না করা হলে অচিরেই নোনা পানির কারণে কৃষিকাজ ব্যাহত হবে এবং  পুরোপুরি কৃষিকাজ বন্ধ হয়ে যাবে। তাই জেলা প্রশাসনের দৃস্টি আকর্ষণ করে সরেজমিনে তদন্ত করে খালের লীজ বাতিলের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা।