আশাশুনিতে বিএনপির সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: শনিবার ১৮ই জানুয়ারী ২০২৫ ০৭:৩৫ অপরাহ্ন
আশাশুনিতে বিএনপির সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা

খুলনা বিভাগের সাংগঠনিক টিমের সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আছিফুর রহমান তুহিন। সদস্য সচিব জাকির হোসেন বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জামান, অ্যাডভোকেট গোলাম গণি দুদু, আবু হেনা মোস্তফা কামাল, খায়রুল আহসান, জুলফিকার আলী জুলি, খালিদুজ্জামান টিপু, শেখ জুলফিকার হায়দার, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, যুবদলের আহ্বায়ক শরিফুল আহসান টোকন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল, সদস্য সচিব আশিকুজ্জামান আশিক, আব্দুল মজিদ, সাজিনুর রহমান, ও জাসাস নেতা শফিকুল ইসলাম।


বক্তারা জানান, গত ১৬ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, এবং চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের স্বাক্ষরিত নির্দেশনা অনুযায়ী আশাশুনি উপজেলা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


উপস্থিত নেতারা দলীয় ঐক্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সম্মেলন সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিএনপির সম্মেলন দলীয় শক্তি বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।


উল্লেখ্য, প্রস্তুতি সভায় উপজেলার সব ইউনিয়ন, পৌরসভা, ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।