ভালোবাসা দিবসে কুয়াকাটা সৈকতে পর্যটকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ ০৭:১৫ অপরাহ্ন
ভালোবাসা দিবসে কুয়াকাটা সৈকতে পর্যটকদের মিলনমেলা

আজ ১লা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের আগমনে বাঙালির কৃস্টি কালচার এবং চিরায়ত বাংলাকে নানা ভাবে ফুঁটিয়ে তুলে থাকে বাঙ্গালী মনের গহীনে। বসন্ত এলে নানা উৎসবে মেতে ওঠে বাঙালি। ১ লা ফাল্গুনের পাশাপাশি যোগ হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। কবি কাজী নজরুলের সেই কবিতার মতোই যুঁইশাখে ফুল ফুটেছে। শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। আজ তাকে রাঙিয়ে দেওয়ার দিন, রাঙিয়ে নেওয়ার দিন।


তাই আজ ১লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতে ছুটে এসেছে নানা বয়সী পর্যটকরা। এ্ই দিনটিকে স্বরণীয় করে রাখতে কেউ এসেছেন স্ত্রী সন্তান, পরিবার পরিজন নিয়ে আবার কেউবা এসেছে প্রেমিক প্রেমিকা নিয়ে।


বসন্ত বরনের পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবসে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। আগত পর্যটকরা সমুদ্রে গোসল, ওয়াটার বাইক রাইডিং, গোড়ায় চরে আনন্দ উল্লাসে মেতে ওঠে। দর্শনীয় স্পটগুলোতে ভীড় লেগেছে। 


প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি নিজেদের স্মৃতির পাতায় ধরে রাখতে ছবি তুলে রাখছে পর্যটকরা। কেউ কেউ আবার প্রিয়জনকে নিয়ে নানা ভঙ্গিতে সেলফি তুলছে। অনেকেই আবার পেশাদার ফটোগ্রাফার দিয়ে ছবির ফ্রেমে বন্ধি করেছেন নিজেকে।


বসন্ত বরণে কুয়াকাটায় কোন উৎসবের আয়োজন না থাকলেও অসংখ্য পর্যটকদের আগমনের ফলে উৎসাহ উদ্দীপনায় কমতি ছিল না।


বিশ্ব ভালোবাসা দিবসের উম্মানায় কুয়াকাটা সমুদ্র সৈকত এখন উৎসব মুখর হয়ে উঠেছে। আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি রয়েছে সৈকত এলাকাসহ দর্শনীয় স্পটগুলোতে।পর্যটন নির্ভর ব্যবসায়িরা জানিয়েছেন, বসন্তের ভোরে হাজার হাজার পর্যটকদের আগমন ঘটে কুয়াকাটা সৈকতে। আগত পর্যটকরা সূর্যোদয় সূর্যাস্তের মত বিরল দৃশ্য অবলোকন করে বিমোহিত।


শরিয়ত পুর থেকে আগত পর্যটক দম্পতি ইয়ামিন ও তার স্ত্রী তনিমা জানান, বসন্ত বরণ এবং ভালোবাসা দিবসে মন প্রান খুলে পরিবার নিয়ে প্রকৃতিকে উপভোগ করতে এসেছি। প্রকৃতির মাঝে নিজেদের ভালোবাসা বিলিয়ে দিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে এসেছেন। 


স্ত্রী তনিমা জানান, ভালোবাসা দিবসে তার স্বামী তাকে কুয়াকাটায় ভ্রমণে নিযে এসেছেন। প্রকৃতির মাঝে স্বামী সন্তান নিয়ে ঘুরে বেড়ানোর মত আনন্দ আর হতে পারে না। 


আবাসিক হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, বসন্তের আগমনে কুয়াকাটায় অসংখ্য পর্যটকদের আগমন ঘটেছে। তবে কোন পর্যটক কে রুম সংকটে পরতে হযনি।


ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ পরিদর্শক সাহাদাৎ আবু হাসনাইন পারভেজ বলেন, বসন্তের বরনে অনেক পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটেছে কুয়াকাটায়। আগত পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশ। এছাড়াও মহিপুর থানা পুলিশ এবং গোয়েন্দারা বিশেষ নজরদারিতে রেখেছেন পুরো সৈকত এলাকা।