সমুদ্রসৈকতে ছবি তোলার ফাঁদে পর্যটক, আটক ফটোগ্রাফার

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৭ই জুলাই ২০২২ ০৬:৩২ অপরাহ্ন
সমুদ্রসৈকতে ছবি তোলার ফাঁদে পর্যটক, আটক ফটোগ্রাফার

কক্সবাজার সমুদ্রসৈকতে ছবি তোলাকে কেন্দ্র করে পর্যটক হয়রানির অভিযোগে এক ফটোগ্রাফারকে আটক করেছে পুলিশ।


রোববার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজার ট্যুরিস্ট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।


আটককৃত ব্যক্তির নাম ইউনুস। তার ফটোগ্রাফ পোশাক নম্বর ৫৯২।


ভুক্তভোগী পর্যটক মো. সিফাত মাহমুদ জানান, গত ৯ জুলাই আমি ও আমার স্ত্রী কক্সবাজার সমুদ্রসৈকতের সুগদ্ধা পয়েন্টে যাই। এ সময় এক ক্যামেরা ম্যান অনেক অনুরোধ করে ছবি তোলার জন্য। পরে আমরা কয়েকটা ছবি তুলি। কথা ছিল সব মিলে ৩০ থেকে ৪০টা ছবি আমরা নেবো। তবে সে ২৫০টা ছবি তোলে ও বিল করে ৮০০ টাকা।


তিনি আরও জানান, আমরা অতিরিক্ত ছবি নিতে অস্বীকৃতি জানাই। এ সময় ফটোগ্রাফার হুমকি ধামকি দিতে শুরু করে। তখন বাধ্য হয়ে টাকা দিয়ে চলে আসি। পরে এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি।


কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, শনিবার (১৬ জুলাই) সরকারি নম্বরের হোয়াটস অ্যাপে একজন ভুক্তভোগী ফটোগ্রাফার কর্তৃক হয়রানির একটি অভিযোগ পাঠান। পরে ট্যুরিস্ট পুলিশের একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে আটকের জন্য পাঠাই। তবে সারাদিন তাকে খুঁজে পাওয়া না গেলেও আজ রোববার সকালে তাকে আটক করা সম্ভব হয়েছে।