টেকেরহাটে ঝুঁকিপূর্ণ ভবনে সিটি হাসপাতাল, দুর্ঘটনার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
আরিফুর রহমান,মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১৮ই জানুয়ারী ২০২৫ ০৭:০৫ অপরাহ্ন
টেকেরহাটে ঝুঁকিপূর্ণ ভবনে সিটি হাসপাতাল, দুর্ঘটনার শঙ্কা

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় সিটি হাসপাতাল একটি ঝুঁকিপূর্ণ ভবনে কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশের একটি ভরাটকৃত পুকুরের ওপর নির্মিত ছয়তলা ভবনে সিটি হাসপাতাল কার্যক্রম শুরু করে। ভবনটি নির্মাণের পরপরই এতে ফাটল দেখা দেয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে দুর্ঘটনার শঙ্কা সৃষ্টি করেছে।


স্থানীয় বাসিন্দা ওমর শেখ জানান, "যেখানে হাসপাতাল নির্মাণ করা হয়েছে, সেখানে আগে একটি পুকুর ছিল। পুকুর ভরাট করে নির্মাণকাজ শুরু করা হয়।"


হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান আনিচ অভিযোগ অস্বীকার করে বলেন, "ইটের গাথুনিতে পানি কম দিলে ফাটল দেখা দিতে পারে। এটি আমার সম্পদ, আমার কোনো সমস্যা নেই। কিন্তু কেউ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।"


মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সিটি হাসপাতাল লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় এখনও লাইসেন্স নবায়ন করা হয়নি। সিভিল সার্জন ডা. মুনির আহম্মদ বলেন, "যেসব শর্ত সাপেক্ষে সরকার লাইসেন্স প্রদান করে, তা প্রতিপালন হচ্ছে কিনা আমরা পর্যবেক্ষণ করি। নিয়ম লঙ্ঘন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"


রাজৈর পৌরসভার সচিব ইকরামুল্লাহ চৌধুরী বলেন, "মাটি পরীক্ষায় উত্তীর্ণ হলে ছয়তলা ভবনের অনুমতি দেওয়া যায়। তবে সিটি হাসপাতালের ভবন নির্মাণের অনুমোদন ছিল কিনা, তা জানা নেই।"


স্থানীয়রা দাবি করছেন, হাসপাতালটি যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার শিকার হতে পারে। তারা দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।