ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশে উচ্চশিক্ষিত রাষ্ট্র পরিচালকদের মধ্যে নৈতিক শিক্ষার অভাবের কারণে ৫৩ বছরে বাংলাদেশ দুর্নীতি ও অর্থপাচারের শিকার হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কাউন্সিল ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশের অর্থ বিদেশে পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। এজন্য নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করতে হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকরা আদর্শ নাগরিক গড়ার কারিগর। এজন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে যাতে প্রত্যেক মুসলিম সন্তান দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে। তিনি বলেন, দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। জাতিকে একটি সুন্দর দেশ উপহার দিতে সবার সহযোগিতা প্রয়োজন।
কাউন্সিলে বক্তারা শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার আহ্বান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের অধীনে গত ১৫ বছরে স্কুল-কলেজ থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, ইসলামী শিক্ষার অভাবে শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে এবং নৈতিক অবক্ষয়ের শিকার হচ্ছে।
বক্তারা আরও বলেন, আলিয়া মাদরাসার পাঠ্যবইগুলো থেকে ইসলামবিরোধী বিষয়বস্তু বাদ দেওয়া এবং মাদরাসা শিক্ষা কারিকুলামে স্বকীয়তা বজায় রাখা প্রয়োজন। একইসঙ্গে মাদরাসা শিক্ষাবোর্ডে মাদরাসা শিক্ষিতদের অগ্রাধিকার দিতে হবে। বক্তারা শিক্ষা কারিকুলামে এনজিওর প্রভাব বন্ধ করার দাবি জানান।
জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে ১৫টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষাখাতে জিডিপির ৫.৫% বরাদ্দ, শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ন এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ। এছাড়া, পাঠ্যবই থেকে অপ্রাসঙ্গিক বিষয়বস্তু বাদ দেওয়া এবং শিক্ষার আমূল সংস্কারের জন্য কমিশন গঠন করার আহ্বান জানানো হয়।
কাউন্সিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ড. আরিফুল ইসলাম অপু শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ শিখতে শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষকেরা ছাত্রদের কাছে নৈতিক দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন।
জাতীয় শিক্ষক ফোরামের ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে অধ্যাপক নাছির উদ্দিন খানকে সভাপতি, মাওলানা এ বি এম জাকারিয়াকে সহ-সভাপতি এবং প্রভাষক আবদুস সবুরকে সেক্রেটারি জেনারেল করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলের সভাপতিত্ব করেন অধ্যাপক নাছির উদ্দিন খান এবং সঞ্চালনা করেন প্রভাষক আবদুস সবুর। এতে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মোকামিয়ার পীর সাহেব মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শহিদুল হকসহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।