আজ (১৪ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসকে ঘিরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় জমিয়েছে লাখো মানুষ। পুরো সৈকতজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। আর তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভালোবাসার ঢেউ লেগেছে। বিশেষ দিনটি উপভোগ করতে অনেকেই ছুটে এসেছেন সৈকতের এ শহরে। সাগর তীরে প্রিয়জনের সাথে ঘুরে বেড়ানো, সমুদ্রস্নান ও প্রিয় কিছু মুহুর্ত ক্যামেরার ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন তারা। আবার অনেকেই এসেছেন পরিবার-পরিজন নিয়ে। সবাই যেন সৈকতে ভালবাসার উল্লাসে মেতে উঠেছে।
বিশেষ দিনে বাড়তি পর্যটক; তাই তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে সৈকতের লাইফ গার্ড কর্মীরা। ভালোবাসা দিবস উপলক্ষে চার শতাধিক হোটেল-মোটেলও সেজেছে ভালোবাসার রঙে। আর এসব হোটেল মোটেলে আগত পর্যটকদের আনন্দ দিতে থাকছে নানা আয়োজন। ভালোবাসা দিবস ও সাপ্তাহিক ছুটিতে দুই লাখের অধিক পর্যটক কক্সবাজারে আগমন করেছে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।