https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

৯৯৯ টাকায় ভ্রমণ করুন পদ্মা সেতু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১:৫০

শেয়ার করুনঃ
৯৯৯ টাকায় ভ্রমণ করুন পদ্মা সেতু

বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণের প্যাকেজ চালু করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ট্যুরিস্ট বাসে চড়ে সপ্তাহের শুক্র ও শনিবার- এই দুই দিন পদ্মা সেতুতে ঘুরতে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। এর জন্য ভ্রমণকারীকে ৯৯৯ টাকা দিতে হবে।

আজ শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবন প্রাঙ্গণে ‘স্বপ্নের পদ্মা সেতু প্যাকেজ’ ট্যুরের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অনুষ্ঠানে জানানো হয়, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে দর্শনার্থীদের নিয়ে ছেড়ে যাবে নিজস্ব দুটি এসি মাইক্রোবাস। শ্যামলী, আসাদগেট, সাইন্সল্যাব হয়ে বুয়েটের সামনে দিয়ে হানিফ ফ্লাইওভার হয়ে বিকাল সাড়ে ৫টার মধ্যে পদ্মা সেতু অতিক্রম করবে। সেদিনই রাত সাড়ে ১০টার মধ্যে ঢাকায় ফিরবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষিত গাইডরা এই ট্যুর পরিচালনা করবেন।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

প্যাকেজ সম্পর্কে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার জানান, এ ভ্রমণের মাধ্যমে পর্যটকরা দিনের আলোতে পদ্মা সেতু এবং সন্ধ্যা ও রাতের আবহে পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলা ২০২৫ শুরু

কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলা ২০২৫ শুরু

পটুয়াখালীর কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এ মেলার উদ্বোধন করেন। মেলা আয়োজন করেছে কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), আর এতে সার্বিক সহযোগিতা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সাজেক ভ্রমণে আর কোনো বাধা নেই, বৃহস্পতিবার উন্মুক্ত

সাজেক ভ্রমণে আর কোনো বাধা নেই, বৃহস্পতিবার উন্মুক্ত

একদিনের বিরতির পর আবারও মেঘের রাজ্য সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের নির্দেশে সাজেক ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। সাজেক কটেজ মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, রাঙামাটি জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পূর্বের নিয়মে পর্যটকরা

সেন্টমার্টিনে প্রবেশে নতুন নিষেধাজ্ঞা

সেন্টমার্টিনে প্রবেশে নতুন নিষেধাজ্ঞা

সেন্টমার্টিন দ্বীপে প্রবেশের ক্ষেত্রে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বর্তমানে, সেন্টমার্টিনে যেতে হলে শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে অনুমতি মিলছে। বাইরের কোন পর্যটক বা যাত্রী সেন্টমার্টিনে যেতে পারছেন না। তবে, গবেষণা কাজে এনজিওকর্মী এবং সংবাদ সংগ্রহে আগত সাংবাদিকরা বিশেষ অনুমতি নিয়ে দ্বীপে যেতে পারবেন। এনআইডি যাচাইয়ের মাধ্যমে চলতি মাসে সেন্টমার্টিনে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা টেকনাফ

নভেম্বর থেকে রাতের বেলা সেন্টমার্টিন বন্ধ, ফেব্রুয়ারিতে পর্যটক যাওয়া নিষিদ্ধ

নভেম্বর থেকে রাতের বেলা সেন্টমার্টিন বন্ধ, ফেব্রুয়ারিতে পর্যটক যাওয়া নিষিদ্ধ

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিফ্রিংয়ে জানিয়েছেন, সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আসন্ন নভেম্বর মাসে পর্যটকরা সেখানে রাতের বেলায় অবস্থান করতে পারবেন না। এ ছাড়া, ডিসেম্বর ও জানুয়ারিতে সেন্টমার্টিনে দিনে ২,০০০ এর বেশি পর্যটক যেতে পারবেন না। ফেব্রুয়ারি মাসে পর্যটক যাওয়া পুরোপুরি বন্ধ রাখা হবে, এই

শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় বিদেশী নারী পর্যটক আহত

শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় বিদেশী নারী পর্যটক আহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় তোসকা মারিয়ান (৬০) (Tosca Marianne) নামে একজন বিদেশী নারী পর্যটক গুরুতর আহত হয়েছেন। আহত পর্যটক নেদারল্যান্ডস এর নাগরিক।  সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের টি মিউজিয়ামের সামনে ঘটনাটি ঘটে। আহত পর্যটককে প্রথমে ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালো রেফার করেন।  বিদেশী পর্যটকের সাথে থাকা