ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে নিখোঁজের সাত দিন পর শনিবার বিকেলে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রুবেল হোসেন (৩০)। তিনি একই গ্রামের পিন্টু মিয়ার বড় ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জানুয়ারি) রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন রুবেল। তার বন্ধুরা বাড়ি ফিরে এলেও তিনি আর ফেরেননি। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চলতে থাকে।
শনিবার সকালে একই গ্রামের সোহেল হোসেনের বাড়ির নির্মাণ কাজ চলাকালে মিস্ত্রিরা সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পান। ট্যাংকের ঢাকনা খুলে তারা রুবেলের লাশ দেখতে পান। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
রুবেলের চাচা মো. জুয়েল হোসেন জানান, গ্রামের মধ্যে রুবেল অত্যন্ত ভালো ছেলে হিসেবে পরিচিত। পরিবারের সদস্যদের ধারণা, তার কোনো শত্রু নেই। তাকে কেউ এভাবে হত্যা করতে পারে, তা তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনের পাশের সেপটিক ট্যাংকে রুবেলের লাশ উপুড় করে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের পরই হত্যার প্রকৃত কারণ এবং দায়ীদের চিহ্নিত করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।