তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানের অধীনে চুপ্পুকে রাখা ভুল ছিল

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: শুক্রবার ১লা নভেম্বর ২০২৪ ০৬:৩৯ অপরাহ্ন
তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানের অধীনে চুপ্পুকে রাখা ভুল ছিল

রাষ্ট্রপতি সাহাবুদ্দীন চুপ্পুকে অপসারণ করাই ভুল সংশোধনের একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। শুক্রবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।


ফরহাদ মজহার জানান, বিএনপি কেন চুপ্পুকে ক্ষমতায় রাখতে চায়, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তাঁর মতে, এটি সাংবিধানিক এবং রাজনৈতিকভাবে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, "এই তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানের অধীনে তাকে রাখা ভুল ছিল, এবং এই ভুল সংশোধনের জন্য চুপ্পুকে অপসারণ করা জরুরি।"


তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রপতি যখন বলেন যে তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নেই, তখন তিনি জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। তার এই পদে থাকার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন মজহার।


ফরহাদ মজহার অভিযোগ করেন, বর্তমান সরকার সেনা সমর্থিত উপদেষ্টা সরকারের মতো কার্যকর হচ্ছে, যা দেশে গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তিনি বলেন, "সেনাপ্রধান এই সরকারকে সমর্থন না করলে মুহূর্তের মধ্যে এটি ভেঙে যাবে।"


তিনি রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, "মানুষের রাষ্ট্রের সব ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।" তিনি আরো বলেন, "নির্বাচন সব কিছুর সমাধান নয়। আমাদের প্রথমে গণপরিষদ নির্বাচন করতে হবে, তারপর নতুন খসড়া নিয়ে আলোচনা করতে হবে।"


মজহার আরও বলেন, গণঅভ্যুত্থানের ব্যর্থতা আমাদের অজ্ঞতার প্রতিফলন, এবং এটি আমাদের সঠিক পথে চলার দিকে দৃষ্টি আকর্ষণ করছে। তিনি অবশেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "জনগণকে উপেক্ষা করা উচিত নয়, কারণ এটাই গণতন্ত্রের মূল।"