পূর্ণিমার জোয়ের সঙ্গে সঙ্গে উত্তাল হয়েউঠেছে বঙ্গোপ সাগর। বড় বড় ঢেউ এসে সৈকতে আচড়ে পরছে গর্জনে জানান দিচ্ছে বর্ষার আগমনের। দক্ষিনা তীব্র বাতাসে কুঞ্জ ছায়ায় কাঠ ফাঁটা রোদে তপ্ত হওয়ায় হাজারো পর্যটক আড্ডায় মুখোরিত হয়ে উঠেছে সৈকত সংলগ্ন ঝাউবাগানসহ বিভিন্ন বন-বনানী।
প্রকৃতি আর পর্যটকের নীবিড় সেতু বন্ধনে এ যেন এক অন্য রকম হয়ে উঠেছে সাগর কন্যা কুয়াকাটার সমুদ্র সৈকত। যে সকল পর্যটক কুয়াকাটা সৈকতে শীতে মৌসুমে বেড়াতে এসেছেন, তাদের কাছে বর্ষার সাজে সুসজ্জিত সমুদ্র নতুন রূপে আলাদা অনুভূতি যোগান দিচ্ছে বলে কুয়াকাটায় আগত পর্যটকরা নিশ্চিত করেছেন।
অন্যদিকে উত্তাল এই সমুদ্রে পর্যটকদের সমুদ্রে গোসল ও সাতার কাটতে মাইকিং করে সচেতন করছে পর্যটন পুলিশ। পর্যটন পুলিশের এমন সচেনতায়ও আগত পর্যটকরা বিচলিত হচ্ছে না। পর্যটকদের উম্মাদণা ছিল চোখে পড়ার মত।
২০ মে ২০২২ (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকদের আগমনে উৎসবমুখর এক পরিবেশের সৃস্টি হয়। উত্তাল সমুদ্রে গোসল, হই হুল্লোড়, ঢেউয়ের সাথে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস ও উম্মাদনায় মেতে ওঠে নানা বয়সের পর্যটকরা।
উত্তাল সমুদ্র, বিশাল আকারের ঢেউ’র ভয়কে জয় করে সমুদ্রে সাতার কাটা, ওয়াটার বাইকে ঘুরে বেড়ানো, ঢেউয়ের সাথে গাঁ ভাসিয়ে দিয়ে সৈকতে গড়াগড়ি খাচ্ছে সমুদ্র প্রিয় পর্যটকরা। এমন ছন্দময় সময়কে স্বরনীয় করে রাখতে অনেকেই সৈকতের ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছে, কেউ কেউ ছাতার নিচে বসে সমুদ্র ও সমুদ্রের ঢেউ উপভোগ করছে, আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে সৈকতের প্রকৃতি দেখছে।
আগত পর্যটকরা অনেকেই এর আগে সমুদ্রের এমন রুদ্র রুপ দেখেনি। মৌসুমের শেষে বর্ষার শুরুতে ছুটির দিনে কুয়াকাটায় অসংখ্য পর্যটকদের আগমন ঘটেছে। হোটেল মোটেল রিসোর্ট গুলোতে কম ভাড়ায় রুম পেয়ে খুশি পর্যটকরা। খাবার হোটেল,ঝিনুক মার্কেট, রাখাইন মার্কেট, মিশ্রিপাড়া তাতঁ পল্লীতে কেনাকাটায় খুবই খুশি পর্যটন নির্ভর ব্যবসায়ীরা। অ মৌসুমে অসংখ্য পর্যটকদের আগমনে খুশি তারা। তবে খাবারের মুল্য নিয়ে পর্যটকদের কোন অভিযোগ না থাকলেও অভিযোগ রয়েছে মানহীন খাবার নিয়ে। দুই থেকে তিন মাস আগে ফ্রিজে রাখা মাছ খাওয়ানো হচ্ছে পর্যটকদের।
আগত পর্যটকরা শুটকি পল্লী, গঙ্গামতির লেক, রাখাইন পল্লী, ঝাউ বন, লেম্বুর বন, লাল কাকড়ার চর, তিন নদীর মোহনা, কুয়াকাটার কুয়া, শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার, মিশ্রিপাড়ার সীমা বৌদ্ধ বিহার সহ অধিকাংশ পর্যটন স্পট এখন পর্যটদের পদচারণায় মুখর। বর্ষার মৌসুম শুরু হওয়ায় সমূদ্র উত্তাল রয়েছে। স্বাভাবিকের চেয়ে সমুদ্রের পানি এবং ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। সমুদ্রের ঢেউ এসে আচঁড়ে পরছে সৈকতের ভূ-ভাগে। সমুদ্রের এমন রুদ্র মুর্তি দেখে কেউ কেউ ভয়ে সমুদ্রে নামছে না। আবার অনেক এ্যাডভেঞ্চার প্রিয় পর্যটক ও দর্শনার্থীরা বর্ষার এই সমুদ্র দেখে খুশি।
পর্যটক রাশেদুল ইসলাম স্ত্রী ও ছোট সন্তান নিয়ে কুয়াকাটা ভ্রমনে এসেছেন। তার মতে সমুদ্র সৈকতে ভ্রমনে আসলে বর্ষা মৌসুমে আসতে হবে। বর্ষার সমুদ্র এবং সমুদ্রের উত্তাল ঢেউ দেখে মুগ্ধ তারা। শীতের সমুদ্র এবং বর্ষার সমুদ্রের রুপ সম্পুর্ন ভিন্নতা রয়েছে। তার মতে সমুদ্রের রুপ সৌন্দর্য উপভোগ করতে হলে বর্ষা মৌসুমেই আসা উচিত। তিনি আরও বলেন, অ-মৌসুমে কুয়াকাটা সৈকতে না আসলে তিনি প্রকৃতিকে উপভোগ থেকে বঞ্চিত থাকতেন।
আবাসিক হোটেল সৈকতের মালিক রোটারিয়ান জিয়াউর রহমান জানান, মৌসুমের শেষে ছুটির দিনে অনেক পর্যটকের আগমন ঝটেছে। তার হোটেলের অধিকাংশ রুমই বুকিং রয়েছে। তবে শীত মৌসুমের চেয়ে অনেক কম ভাড়ায় রুম বুকিং দিয়েছে। এতে পর্যটকরাও খুশি বলে জানান এই হোটেল মালিক।
কুয়াকাটা পর্যটন পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, আগত পর্যটকদের নিরাপত্তায় তারা সার্বক্ষনিক সতর্ক দৃস্টি রাখছেন। উত্তাল সমুদ্রে গোসল, সাতার কাটতে গিয়ে যেন কোন দূর্ঘটনায় না পরে সেদিকেও খেয়াল রাখছেন তারা। পাশাপাশি দূর্ঘটনা রোধে স্পীড বোট ও ওয়াটার বাইক প্রস্তুত রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।