‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানে বরিশালে শুরু হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ (বালক ও বালিকা) ফুটবল টুর্নামেন্ট। রোববার (২৬ জানুয়ারি) সকালে বরিশাল শহীদ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওসার।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও শিক্ষার্থীরা।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বালক ও বালিকা পর্যায়ে অংশগ্রহণ করে মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা দল। ১১টি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে, যার মধ্যে রয়েছে জেলার ১০টি উপজেলা ও বরিশাল সিটি করপোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলা ও শারীরিক কসরতের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘‘এই ধরনের খেলাধুলার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’’ তিনি আরও বলেন, ‘‘এ টুর্নামেন্ট শুধু খেলাধুলার দিক থেকে নয়, তরুণদের মধ্যে একতা, বন্ধুত্ব এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে।’’
বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওসার বলেন, ‘‘বিশ্বব্যাপী ফুটবল একটি জনপ্রিয় খেলা, এবং আমাদের দেশের তরুণরা ইতোমধ্যেই অনেক সাফল্য অর্জন করেছে। এই জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট তাদেরকে আরও বেশি উৎসাহিত করবে এবং নতুন খেলোয়াড়দের সামনে আনার সুযোগ সৃষ্টি করবে।’’
এ টুর্নামেন্ট আগামী ৩১ জানুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে, যেখানে চূড়ান্ত পর্বে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।