প্লে-অফ নিশ্চিত হওয়া ফরচুন বরিশালের সামনে সুযোগ ছিল শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে ধরে ফেলার। অন্যদিকে খুলনা টাইগার্সের জন্য ম্যাচটা প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার। খুলনাকে হারিয়ে সুযোগটা কাজে লাগাল বরিশাল। রংপুরের দুই হার আর নিজেদের সৌভাগ্যের দুয়ার খুলে নুরুল হাসান সোহানের দলকে ছুঁয়ে ফেলল তামিম ইকবালের দল।
সোমবার (২৭ জানুয়ারি) বিপিএলের ৩৫তম ম্যাচে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। এই জয়ে রংপুরের সমান পয়েন্ট হলো বরিশালেরও। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় দুইয়েই থাকল তামিম ইকবালের দল।
এদিন আগে ব্যাট করে খুলনা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। জবাবে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।