জয়পুরহাটে বিএনপির নেতাকর্মীদের থানায় হামলা, পুলিশসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ১৯শে মার্চ ২০২৫ ০৫:৫৭ অপরাহ্ন
জয়পুরহাটে বিএনপির নেতাকর্মীদের থানায় হামলা, পুলিশসহ আহত ৬

জয়পুরহাটের ক্ষেতলাল থানায় বিএনপি নেতাদের নেতৃত্বে চাঁদা দাবীকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন এবং তিন বিএনপি নেতাকর্মী আটক হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ক্ষেতলাল থানায় এ ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, ক্ষেতলাল পৌর এলাকার শাখারুঞ্জ গ্রামের তোফাজ্জল হোসেন জমি রেজিস্ট্রির জন্য ক্ষেতলাল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে আসেন। এ সময় বিএনপি সদস্য ও কর্মী পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা জানালে তারা তোফাজ্জলসহ তার চার আত্মীয়কে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে।


থানায় আটক থাকা বিএনপি কর্মীদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে প্রায় শতাধিক লোক হামলা চালায় এবং দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে আহত করে থানাকে অবরুদ্ধ করে রাখে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর সাহায্য চায়। সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


এ ঘটনায় পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়াহাব জানিয়েছেন, দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে এবং হামলার সাথে জড়িতদের গ্রেফতারে যৌথ অভিযান চলছে।