উলিপুরে পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ১৯শে মার্চ ২০২৫ ০৭:২৮ অপরাহ্ন
উলিপুরে পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ

কুড়িগ্রামের উলিপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ৭৫ জন পাট চাষীকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


 বুধবার (১৯ মার্চ) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, উলিপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী আফিসার নয়ন কুমার সাহা। প্রশিক্ষণে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট) কৃষিবিদ ড. মোঃ মনিরুজ্জামান। 


প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা (বাজেট) জয়দুল হক। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল, কৃষি সম্প্রসারণ এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোঃ মামুনুর রহমান, উলিপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন রিফা।


প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থী পাট চাষীদের ১কেজি পাট বীজ প্রদান করা হয়।