নোয়াখালীর কবিরহাটে এক মর্মান্তিক ঘটনায় তিন বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমাম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমাম হোসেন (৫৫) চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের শৌরশাক গ্রামের বাসিন্দা। বুধবার (১৯ মার্চ) সকালে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির পরিবার ওই এলাকায় ভাড়া থাকেন। অভিযুক্ত ইমাম হোসেন ফেনী জেলার হাজারী রোডে থাকেন এবং গ্রামগঞ্জে পায়ে হেঁটে শিলপাটা খুঁটানোর কাজ করেন। দুপুর সোয়া ১টার দিকে শিশুটির মা তাকে পাটা খুঁটানোর জন্য ডাকেন। কাজ শেষ হলে শিশুটির মা বাসা থেকে টাকা আনতে যান। এই সুযোগে ইমাম হোসেন শিশুটিকে যৌন নিপীড়ন করেন।
শিশুটির চিৎকার শুনে মা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করেন। এতে এলাকাবাসী জড়ো হয়ে আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা নেওয়া হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন। শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। পুলিশ বলেছে, আইনের আওতায় দ্রুত বিচার নিশ্চিত করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।