ক্যাডেট কলেজের চূড়ান্ত ফলাফলে শিক্ষকের সন্তানের সাফল্য

নিজস্ব প্রতিবেদক
আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১০ই মার্চ ২০২৫ ০৭:৫৯ অপরাহ্ন
ক্যাডেট কলেজের চূড়ান্ত ফলাফলে শিক্ষকের সন্তানের সাফল্য

বাংলাদেশ ক্যাডেট কলেজসমূহের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুই শিক্ষার্থী রুবায়েত আলম রিহান এবং নাফিসা হক উত্তীর্ণ হয়েছেন। ১০ মার্চ, সোমবার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে তারা তাদের কাঙ্খিত স্থান অর্জন করেছেন। রুবায়েত আলম রিহান উপজেলার সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপালী বেগম ও বিশিষ্ট ব্যবসায়ী শাহীনুল আলমের জ্যৈষ্ঠ পুত্র। তার রোল নম্বর ছিল ১০৬২০০৬৪৩। রুহান পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন এবং তিনি একদিন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে দেশ সেবা করতে চান বলে জানিয়েছেন।


অন্যদিকে, নাফিসা হক উপজেলার হারুনেফড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক ও সহকারী শিক্ষক নাসরীন আক্তারের কনিষ্ঠ কন্যা। তার রোল নম্বর ছিল ২০৬১০০০০৭৭। নাফিসা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এবং ভবিষ্যতে প্রকৌশলী হতে চায় বলে জানান।


এছাড়া, নাফিসার বড় বোন তৌফিকা হক কিছুদিন আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকায় ভর্তির সুযোগ পেয়েছেন, যা তাদের পরিবারের জন্য একটি বড় অর্জন।


রুবায়েত আলম রিহান এবং নাফিসা হকের ক্যাডেট কলেজে উত্তীর্ণ হওয়ার খবরে উলিপুরের শিক্ষক সমাজে আনন্দের বন্যা বয়ে গেছে। তারা তাদের সাফল্যের জন্য শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করার জন্য সকলের দোয়া কামনা করেছেন।