সরাইলে খাল দখল মুক্তকরণে উদ্যোগের অভাব

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১৮ অপরাহ্ন
সরাইলে খাল দখল মুক্তকরণে উদ্যোগের অভাব

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা এক সময় ছিল নদী ও খালের প্রাচুর্যে ভরপুর। খাল ও নদী ছিল এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক, যা বর্ষাকালে এলাকার কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ পানির উৎস ছিল। কিন্তু বর্তমানে, খালগুলো নানা কারণে বিলীন হয়ে যাচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য বিপর্যস্ত হচ্ছে। খনন না হওয়া এবং অবৈধ দখলের কারণে অনেক খালই অস্তিত্ব হারিয়ে ফেলেছে।  


সরাইলের খালগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। এলাকার গুরুত্বপূর্ণ খালগুলো গত কয়েক দশক ধরে খনন না হওয়ায় জবরদখলকারীরা খালের ওপর দোকান-পাট নির্মাণ করে দখল করে নিয়েছে। এর ফলে খালগুলোর পানিপ্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং বর্ষাকালে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে কৃষকদের ফসলের ক্ষতি হচ্ছে, বাড়িঘর তলিয়ে যাচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে।  


উপজেলার পশ্চিম বাজারের খালের শাখা খালটি বহু বছর ধরে খনন না হওয়ায় পলি জমে খালটি প্রায় বিলীন হয়ে গেছে। এলাকায় কিছু অসাধু ব্যক্তি খালটি ভরাট করে দোকান-পাট বানিয়েছে, যার ফলে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। এই অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে।  


এছাড়া, সরাইলের অন্যান্য খালগুলোও একই ধরনের অবস্থা বিরাজ করছে। পানিশ্বর ইউনিয়নের মেঘনা নদীসহ অনেক খাল খনন না হওয়ায় নাব্যতা হারিয়েছে, যার কারণে কৃষকদের সেচের কাজেও সমস্যা সৃষ্টি হচ্ছে।  


সরাইল উপজেলার বড্ডাপাড়া খালটি বর্তমানে একেবারে ভরাট হয়ে গেছে। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি খালটির উপর বাধ এবং কালভার্ট তৈরি করে এর পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছে। এক সময় খালটি বর্ষার পানি সঠিকভাবে অপসারণ করতো এবং জলাবদ্ধতা দূর করতো, কিন্তু এখন আর পানি প্রবাহ নেই।  


সরাইল-লাখাই রোডের পাশের খালটি বর্তমানে দখল হয়ে গেছে এবং সেখানে দোকান-পাট তৈরি করা হয়েছে। এতে জলাবদ্ধতার সমস্যা বেড়ে গেছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে খালগুলোর পুনরুদ্ধার এবং খননের দাবি জানিয়ে আসছেন।  


এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন বলেন, খালগুলোর খনন পানির উন্নয়ন বোর্ডের অধীনে এবং তিনি বিষয়টি তাদের সঙ্গে সমন্বয় করেছেন। তিনি আরও বলেন, অবৈধ দখল উচ্ছেদে সহায়তা করার জন্য যদি পানির উন্নয়ন বোর্ড সাহায্য চায়, তবে তিনি সহায়তা করবেন।  


সরাইল উপজেলা বাজারসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা দূর করার জন্য এলাকাবাসী প্রধান খালগুলোর পুনরুদ্ধার এবং খননের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। তারা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে এলাকার পরিবেশ এবং কৃষকদের সুবিধা বৃদ্ধি পাবে।