বৃহস্পতিবার ঢাকার বেশ কিছু এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
সামির আসাফ, প্রতিনিধি ( ঢাকা )
প্রকাশিত: বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ন
বৃহস্পতিবার ঢাকার বেশ কিছু এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ১৩ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এমআরটি লাইন ১-এর নির্মাণকাজের জন্য গ্যাস পাইপলাইন স্থানান্তর করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।  


তিতাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার রাত ২টা পর্যন্ত কুর্মিটোলা হাসপাতাল, হোটেল রেডিসন, আরপিজিসিএল, ঢাকা রিজেন্সি, খিলক্ষেত, কনকর্ড সিটি, হোটেল লা মেরিডিয়ান, বলাকা ভবন, হাজী ক্যাম্প, কাওলা, বিমানবন্দর ক্যাটারিং হাউস ও সিভিল এভিয়েশন কোয়ার্টারসহ সংলগ্ন এলাকায় গ্যাস থাকবে না।  


এছাড়া জোয়ার সাহারা, নিকুঞ্জসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। এতে এসব এলাকার বাসিন্দাদের দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটতে পারে। বিশেষ করে রান্নার কাজে বিপাকে পড়বেন সাধারণ মানুষ।  


গ্যাস সরবরাহ বন্ধের কারণে হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিকল্প ব্যবস্থা না থাকায় গৃহস্থালি ও বাণিজ্যিক পর্যায়ে গ্যাসের অভাবের প্রভাব পড়বে।  


তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজনে গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হচ্ছে। নির্মাণকাজ শেষে নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।  


এদিকে, আগাম নোটিশ পাওয়া সত্ত্বেও অনেক বাসিন্দা গ্যাস সংকট মোকাবিলায় প্রস্তুতি নিতে পারেননি। ফলে রান্নাবান্না ও অন্যান্য কাজ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।  


বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন প্রকল্পের কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটলেও বিকল্প ব্যবস্থার মাধ্যমে ভোগান্তি কমানো সম্ভব। নির্ধারিত এলাকায় গ্যাসের বিকল্প ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন অনেকে।  


তিতাস গ্যাস কর্তৃপক্ষের দাবি, পাইপলাইন স্থানান্তরের কাজ দ্রুত শেষ করা হবে। তবে ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে পরিকল্পিত ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।