বাউফলে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩৭ অপরাহ্ন
বাউফলে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫

পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  


গ্রেপ্তারকৃতরা হলেন সূর্যমণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, কালিশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলু শিকদার, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কালিশুরী ইউনিয়নের সাবেক সভাপতি সোহাগ মৃধা, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ হাওলাদার এবং নাজিরপুর ইউনিয়নের আওয়ামী লীগের কর্মী মো. ছালাম মৃধা।  


বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিশেষ এই অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  


তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে তথ্য রয়েছে। আদালতে সোপর্দের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  


এদিকে, অভিযানের পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে অপরাধ দমনের কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ এ অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেছেন।  


উল্লেখ্য, সারা দেশে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের আওতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।  


আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  


স্থানীয়রা মনে করছেন, এই অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হলে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। তবে সঠিক তদন্তের মাধ্যমে নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়, সে বিষয়েও দাবি জানিয়েছেন অনেকে।