প্রকাশ: ১ এপ্রিল ২০২৫, ৯:৫৩
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে, ফলে মৃতের সংখ্যা ৫০ হাজার ৩৫০ ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ থেকে নতুন করে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর এক হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।