ছয় মাসের মাথায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ার বাজারে আবার ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনি বার (৮ মার্চ) ভোর রাত আনুমানিক আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর দীঘিনালা জোন, পুলিশ ও স্থানীয়দের সার্বিক প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে সাড়ে ৩ টা দিকে ।
এ ঘটনায় মুদি দোকান, কাপড়ের দোকান, কুলিং কর্নার, ফার্মেসি, টেলিকমের দোকানসহ আনুমানিক ১০টি দেকানের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ইলেকট্রনিক শট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দীঘিনালার লারমা স্কয়ার বাজারে রাত আনুমানিক আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দীঘিনালা ইউনিট, সেনাবাহিনীর দীঘিনালা জোনের সেনা সদস্যরা, পুলিশ ও স্থানীয়দের সার্বিক প্রচেষ্টায় খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পি এস সি , উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। তারা ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুরো লারমা স্কয়ার বাজার পুড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়েছিল সব সম্প্রদায়ের শতাধিক পরিবার। ঘটনার ছয় মাসের মাথায় আবারও লারমা স্কয়ার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।