কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মায়ের সাথে অভিমান করে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্র ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দিবাগত রাতে উপজেলায় পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। আত্মহত্যা করা স্কুল ছাত্রের নাম নূর ইসলাম। সে পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামের মহির উদ্দিনের ছেলে ও ছিট পাইকেরছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, গত রোববার (৩ জুন) নূর ইসলামকে পড়ালেখার জন্য শাসন করেন তার মা। এঘটনায় সে অভিমান করে রোববার দিবাগত রাতের কোনো একসময় বাড়ির পাশে বনের একটি গাছের সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করে। সকালে পরিবারের সদস্যরা নূর ইসলামকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি আরম্ভ করলে বাড়ির পাশের বনের গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য রিপন সরকার পরিবারের বরাত দিয়ে বলেন, ছিট পাইকেরছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র নূর ইসলামকে তার মা পড়ালেখার জন্য শাসন করেছিল। পরিবারের সদস্যদের ধারণা এই কারণেই সে আত্মহত্যা করেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, স্কুল ছাত্রের মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।