হাটে বাধা, ইউএনও অফিসের সামনে সবজি বাজার !

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: রবিবার ৯ই ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৫ অপরাহ্ন
হাটে বাধা, ইউএনও অফিসের সামনে সবজি বাজার !

নওগাঁর মান্দা উপজেলায় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের সামনে অস্থায়ী সবজির বাজার বসিয়ে বিক্ষোভ করেছেন।


রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রসাদপুর বাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা এই ব্যতিক্রমী প্রতিবাদ করেন। কৃষকদের অভিযোগ, বাজারের সিন্ডিকেট সদস্যরা উচ্চমূল্যে সবজি বিক্রি করে ক্রেতাদের প্রতারণা করছেন এবং কৃষকদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে দিচ্ছেন না।


প্রতিবাদকারী কৃষক শামসুল ইসলাম, আব্দুর গফুর ও কুদরত আলী জানান, “আমরা কম দামে সবজি বিক্রি করতে চাই, কিন্তু সিন্ডিকেটের কারণে আমাদের বাধা দেওয়া হয়। প্রসাদপুর বাজারে নির্দিষ্ট ব্যবসায়ীদেরই বসার অনুমতি দেওয়া হয়েছে, ফলে সাধারণ কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছেন না। বাধ্য হয়ে আমরা ইউএনও অফিসের সামনে সবজির বাজার বসিয়েছি এবং যতদিন সমস্যার সমাধান না হবে, ততদিন এখানেই সবজি বিক্রি করবো।”


কৃষকরা জানান, প্রসাদপুর বাজারে সবজি ব্যবসায়ীরা অর্থের বিনিময়ে স্থায়ী জায়গা কিনে নিয়েছেন এবং বাজারটিকে একটি মদিখানা মার্কেটে পরিণত করেছেন। সাধারণ কৃষকদের প্রবেশের সুযোগ না থাকায় সিন্ডিকেট ব্যবসায়ীরা একচেটিয়া মুনাফা করে যাচ্ছেন। ফলে ক্রেতারাও উচ্চমূল্যে সবজি কিনতে বাধ্য হচ্ছেন।


অবশেষে কৃষকদের দাবি ও আন্দোলনের বিষয়টি আমলে নিয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, “কৃষকরা যাতে নিরবচ্ছিন্নভাবে তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে পারেন, তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এদিকে স্থানীয়রা মনে করছেন, কৃষকদের এই প্রতিবাদ ন্যায্য এবং এতে বাজার সিন্ডিকেটের অনিয়ম উন্মোচিত হয়েছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করছেন, যাতে কৃষকরা বাধা ছাড়া বাজারে প্রবেশ করতে পারেন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির সুযোগ পান।