আশুলিয়ায় যুবলীগ নেতার অনুসারীদের প্রকাশ্যে অস্ত্র মহড়া, গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদক
নেছার উদ্দিন খান, স্টাফ রিপোর্টার, সাভার:
প্রকাশিত: রবিবার ৯ই ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৩ অপরাহ্ন
আশুলিয়ায় যুবলীগ নেতার অনুসারীদের প্রকাশ্যে অস্ত্র মহড়া, গুলিবিদ্ধ ১

ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে যুবলীগ নেতার অনুসারীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে। এ সময় গুলিতে ১৬ বছর বয়সী কাপ্তান নামে এক কিশোর আহত হয়েছেন। এছাড়া শেখ আবু জাফর নামের আরও একজন আহত হয়েছেন।


রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জামগড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, যুবলীগের সভাপতি কবির সরকারের অনুসারী রনি ভূইয়ার নেতৃত্বে দলটি ট্রাক বোঝাই করে ঝুট স্থানান্তর করে। ট্রাকটির সামনে ও পিছনে শিল্প পুলিশের একাধিক গাড়ি ছিল। শিল্প পুলিশ-১ এর অফিসার ইনচার্জ ইকবাল হোসেনের উপস্থিতিতে এই স্থানান্তর সম্পন্ন হয়।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা প্রভাব খাটিয়ে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করছিলেন। এই ঘটনাতেও পুলিশ সহযোগিতা করেছে বলে অভিযোগ করেন তারা। ট্রাক চলাচলের সময় রনি ভূঁইয়ার অনুসারীরা অস্ত্র প্রদর্শন করে এবং পরে গুলি ছোড়ে। এতে দোকানের কর্মচারী কাপ্তান গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ গাড়িটি ঘটনাস্থলে পৌঁছে দিলে যুবলীগ নেতার অনুসারীরা অস্ত্র প্রদর্শন করে এবং গুলি চালায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা পাল্টা প্রতিরোধ করলে অভিযুক্তরা গাড়ি রেখে পালিয়ে যায়।


এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, “আমি নিয়মিত টহলে ছিলাম, কারখানার ভিতরে কী হয়েছে তা জানি না।” শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া বলেন, তিনি মিটিংয়ে রয়েছেন এবং ঘটনাটি সম্পর্কে অবগত আছেন।


অভিযুক্ত যুবলীগ নেতা রনি ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা এ ঘটনায় বিচার দাবি করেছেন এবং শিল্প পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।