গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এবং ছাত্র আন্দোলনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কালিয়াকৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার দুপুরে চন্দ্রা ত্রিমোড়ে আয়োজিত এ সমাবেশে শত শত শিক্ষার্থী ও আন্দোলনকারীরা অংশ নেন।
সকাল থেকেই কালিয়াকৈরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা চন্দ্রা ত্রিমোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা স্লোগান দিয়ে গাজীপুরের ধীরাশ্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার নিন্দা জানান এবং আহত ছাত্রদের উন্নত চিকিৎসার দাবি করেন।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন। তারা বলেন, "গাজীপুরে ছাত্রদের ওপর পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়েছে। আহতদের এখনো পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি। আমরা অবিলম্বে তাদের চিকিৎসার ব্যবস্থা ও হামলাকারীদের গ্রেফতার চাই।"
বক্তারা আরও বলেন, "জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতার হত্যাকারীদের আজও গ্রেফতার করা হয়নি। প্রশাসনের নিষ্ক্রিয়তায় আমরা উদ্বিগ্ন। আমরা চাই কালিয়াকৈরের আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করুক।"
সমাবেশে বক্তারা কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৭ দিনের আল্টিমেটাম দেন এবং আওয়ামী সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, "যদি নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।"
বিক্ষোভ সমাবেশের কারণে চন্দ্রা ত্রিমোড় এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ হয়।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।