পাঁচবিবিতে তারেক রহমানের ৩১ দফা প্রচারে জনসংযোগ

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২৫ ০৪:২১ অপরাহ্ন
পাঁচবিবিতে তারেক রহমানের ৩১ দফা প্রচারে জনসংযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্দেশনা তৃণমূলের নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতে জনসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ মন্ডলের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  


শোভাযাত্রা শেষে রেল স্টেশনের পূর্বপাশে এক সংক্ষিপ্ত পথসভায় ছাত্রনেতা শামীম বক্তব্য রাখেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। সেই লক্ষ্য অর্জনে তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে কাজ চলছে।  


এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় নেতারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জনগণের মাঝে বিএনপির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।  


মোটরসাইকেল শোভাযাত্রা এবং পথসভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, তাদের লক্ষ্য জনগণের মধ্যে বিএনপির পরিকল্পনা ও কর্মসূচি পৌঁছে দেওয়া। এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় বেশ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।  


পথসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন। তারা জনগণকে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।  


এদিকে, শোভাযাত্রা ও পথসভা চলাকালে শহরের বিভিন্ন স্থানে স্থানীয় জনগণের মধ্যে কৌতূহল দেখা দেয়। সাধারণ মানুষ পথসভায় বক্তব্য শোনার জন্য জড়ো হন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।  


বক্তারা আরও জানান, দেশের সার্বিক উন্নয়নে বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছানোর জন্য এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। তারা বলেন, জনগণের সমর্থন ছাড়া গণতান্ত্রিক আন্দোলন সফল হতে পারে না।  


এই আয়োজন বিএনপির স্থানীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন নেতারা। তারা বিশ্বাস করেন, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত দলের কর্মসূচি বাস্তবায়নের জন্য সবাই একযোগে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।