স্বাধীনতাবিরোধী শক্তির মেলবন্ধনে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: দুদু

নিজস্ব প্রতিবেদক
আলমগীর হোসেন - ঠাকুরগাঁও সদর
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২৫ ০৮:২৯ অপরাহ্ন
স্বাধীনতাবিরোধী শক্তির মেলবন্ধনে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি ও ফ্যাসিবাদীদের সহযোগিতায় গণতন্ত্র পরিপুষ্ট হতে পারে না। যারা বিগত ১৬ বছরে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদের মেরুকরণের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।  


বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা অডিটরিয়ামে জেলা বিএনপির আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামসুজ্জামান দুদু আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবার অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন। স্বাধীনতাবিরোধী দল ও চরমোনাইয়ের সঙ্গে রাজনৈতিক মেরুকরণ জাতির জন্য শুভকর নয়।  


তিনি বলেন, ৭১ সালে যারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং যারা বারবার শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, তারা গণতন্ত্রের জন্য অনুপযুক্ত। তাদের সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।  


জামায়াতের সঙ্গে মেরুকরণ নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, সেনাবাহিনী একসময় জামায়াতকে দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেছিল। আজ সেই বক্তব্য আবার উঠে আসছে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় পাকিস্তানি ভাবধারাকে পরিহার করতে হবে। এটি না হলে গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হবে।  


তিনি আরও বলেন, বিএনপি সবসময় অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। আমরা ২০১৪ সাল থেকেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করছি। বিএনপি জনগণের ওপর নির্ভরশীল রাজনৈতিক দল। যে কোনো সময় নির্বাচন হলে আমরা জনগণের সমর্থনে ভালো ফলাফল করব।  


অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও সভায় অংশ নেন।  


সাংগঠনিক সভায় বক্তারা বলেন, বিএনপিকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠন আরও সক্রিয় করা হবে। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করে ক্ষমতা ধরে রেখেছে।  


সভায় বক্তারা বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।