অবৈধ সীমান্ত পারাপারে নিরুৎসাহিত করতে পানছড়িতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২৫ ০৬:০৮ অপরাহ্ন
অবৈধ সীমান্ত পারাপারে নিরুৎসাহিত করতে পানছড়িতে মতবিনিময় সভা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আসন্ন ভারতের তীর্থমুখ মেলায় অবৈধ সীমান্ত পারাপার রোধে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।  


প্রধান অতিথি স্থানীয় জনগণকে অবৈধ পথে সীমান্ত অতিক্রমে নিরুৎসাহিত করার আহ্বান জানান এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ও পুলিশের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ নজরদারি করছে এবং যেকোনো সমস্যায় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।  


জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মফিজুর রহমান জানান, বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করছে। তিনি সবাইকে শান্তি বজায় রাখা ও অবৈধ কার্যক্রম রোধে সহযোগিতা করার অনুরোধ জানান।  


সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সম্প্রদায়ের নেতারা। সকলেই সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।