গাজীপুরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত দুই

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার ৭ই জানুয়ারী ২০২৫ ০৭:১২ অপরাহ্ন
গাজীপুরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত দুই

গাজীপুরের কালিয়াকৈরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের রিওন মিয়ার ছেলে করিম মিয়া (৪০) এবং নয়ানগর গ্রামের বাসিন্দা নয়ন মিয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, করিম মিয়া তার অটোরিকশায় ৫ জন যাত্রী নিয়ে বড় গোবিন্দপুর এলাকা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। চেয়ারম্যান বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।


ঘটনাস্থলেই নয়ন নামে এক যাত্রী মারা যান। আহত অবস্থায় চালক করিম মিয়াসহ চারজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে করিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক করিম মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।